কয়লা এসেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্রে রোববার উৎপাদন শুরু

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা এসেছে। বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করে ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ।

শুক্রবার বিকেল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে কয়লা পৌঁছানোর কাজ শুরু হয়েছে। রোববার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।

পায়রা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। কয়লা সংকটের কারণে ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটের উৎপাদন বন্ধ হয়ে যায়। একই কারণে ৫ জুন দ্বিতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

Print Friendly, PDF & Email

Related Posts