উত্তরা ক্লাবের নয়া প্রেসিডেন্ট মো. ফয়সল তাহের

জ ই বুলবুল : উত্তরা ক্লাব লিমিটেডের নয়া প্রেসিডেন্টন  নির্বাচিত হয়েছেন।তিনি ফরচুনা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি ও সমাজসেবক মো. ফয়সল তাহের। গত ২৫ ডিসেম্বর, বুধবার রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টর উত্তরা ক্লাব প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট শিল্পপতি এ্যাসুরেন্স গ্রুপের কর্ণধার গাউস ইউ খান ৫৮১ ভোট।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নির্বাচন টি অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ক্যাপ্টেন মাহবুব মতিনের নির্দেশনায় সকাল থেকে সন্ধ্যা  সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

বর্তমানে মো. ফয়সল তাহের ২০২৪-২০২৫ মেয়াদে এই পদে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে পরিচালনা পরিষদের অন্যরা যারা নির্বাচিত  হলেন, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, হাসান ইবনে গিয়াস সাদি, মোশাররফ হোসেন, সালমান মাহমুদ, মো. গোলাম মাওলা, এ.এম. মাহমুদুর রহমান, আতাউল কবির খান, এবিএম মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ড. মো. নান্নু মিয়া এবং মো. তৈমুর আজাদ।

নব নির্বাচিত সভাপতি মো. ফয়সল তাহের বলেন, দলমত নির্বিশেষে উত্তরা ক্লাবকে সু-সংগঠিত করে ও সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরির মাধ্যমে ক্লাবের উন্নয়ন করতে চাই। ঢাকায় অনেক ক্লাব রয়েছে কিন্তু হাতেগোনা তিন-চারটি ক্লাবের ভেতর উত্তরা ক্লাব অন্যতম।

তিনি আরো বলেন, বর্তমান সময় বিভিন্ন জায়গায় ক্লাব প্রতিযোগিতা নেমেছে। আমাদের ক্লাবে প্রায় তিন হাজার মেম্বার রয়েছে।  যে সকল সদস্য রয়েছেন তাদেকে সর্বোচ্চ সেবা, কোয়ালিটি খাবার, ভালো পণ্য এবং একত্রিত করে ক্লাবের মূল চালিকাশক্তি আমরা ধরে রাখতে চাই। 

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি গাউস ইউ খান বলেন, ক্লাবের উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা নিয়ে কাজ করেছি, ব্যক্তিগত পর্যায়েও বেশ কিছু উন্নয়নের জন্য পদক্ষেপ ও প্রস্তাব গ্রহণ করেছি,তারই ধারাবাহিকতায় আশা করি নতুন প্রেসিডেন্ট তা করে যাবেন।আসলে একটি ক্লাবের উন্নয়নের জন্য অন্তত দুই মেয়াদের সময় না পেলে দৃশ্যমান উন্নয়ন  সম্ভবপর হয়ে উঠে না। তবুও কতটুকু করেছি তা সবারই জানা। ক্লাব আমাদের সবার, তাকে মনের মতো করে  এগিয়ে রাখতে সকলের আন্তরিক দায়িত্ব ও প্রচেষ্টা সমর্থন  থাকা উচিৎ। ক্লাব আমাদের সবার। এটি আমাদের সকলেরই সেকেন্ড হোম বলে মনে করি।

উত্তরা মডেল টাউনের ১ নম্বর সেক্টরে অবস্থিত ক্লাবটি রাজধানীর নেতৃস্থানীয় একটি সামাজিক ক্লাব। ক্লাবটিতে ২ হাজার ৭০০ সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, পুলিশ, সাংবাদিক,আমলা সমাজকর্মী ও রাজনীতিবিদ। 

 নির্বাচন কে ঘিরে জমজমাট হয়ে উঠে প্রাঙ্গন। নির্বাচনে ক্লাবের সম্মানিত মেম্বারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

Print Friendly, PDF & Email

Related Posts