বিডিমেট্রোনিউজ ডেস্ক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বুধবার  মৃত্যু হল হিন্দি সিনেমার বিখ্যাত কৌতুক অভিনেতা রজক খানের। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে এই বর্ষীয়ান অভিনেতা বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

বলিউডের বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ‘রাজা হিন্দুস্তানি’, ‘হেরা ফেরি’, ‘বাদশাহ’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকরা আজও মনে রেখেছে। সম্প্রতি ‘কমেডি নাইটস্ উইথ কপিল’ শো-এর বেশ কয়েকটি এপিসোডেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

 

চিত্র পরিচালক প্রিয়দর্শন রজক খানের আকস্মিক মৃত্যুতে শোক জ্ঞাপন করছেন। ঋষি কপূর টুইট করে বলেন,‘আমার বহু ছবির সহকর্মী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’