কার্টুনিস্ট কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল কুলখানিতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা প্রমুখ।

মরহুমের শোকাহত মা-বাবা, স্ত্রী ও একমাত্র কন্যাকে সান্ত্বনা দেন নূরে আলম সিদ্দিকী হক। ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম সর্বদা পরিবারটির পাশে থাকবে বলে তাদের আশ্বস্ত করেন সভাপতি। ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান এম এ কুদ্দুসের সহধর্মিণী তানিয়া সুলতানা বিথী। এসময় দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন তিনি। পরে মরহুমের কবর জিয়ারত করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতারা।
গত ১৫ জুলাই সকালে ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান কার্টুনিস্ট এম এ কুদ্দুস। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। পত্র পত্রিকায় কার্টুন এঁকে তিনি অনেক সুনাম অর্জন করেছিলেন। তার অঙ্কিত কার্টুন বিভিন্ন সময় জনসচেতনতা তৈরির পাশাপাশি দেশে আলোড়ন তৈরি করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
Print Friendly, PDF & Email

Related Posts