রজনীকান্ত অভিনীত সিনেমা মানেই যেন হিট। দীর্ঘ দুই বছর পর মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘জেলার’ সিনেমা থেকে আবারও সেই প্রমাণ মিলল।বিশ্বজুড়ে ২ হাজার ৯০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমাটি।
গত শুক্রবার (১০ আগস্ট) সিনেমাটি মুক্তি পায়।
মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি রুপি। আর শুধুমাত্র ভারতেই ছবিটি আয় করেছে ১২৭ কোটি রুপি।
বলি মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘জেলার’ আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০ কোটি রুপি। শুধু তাই নয়, ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি।
এদিকে ছবির সাফল্য উদ্যাপন করতে তারকারা বিভিন্ন রকম আয়োজন করেন। কারণ, রজনীকান্তের ছবি মুক্তি মানেই দক্ষিণ ভারতে উৎসব। প্রিয় অভিনেতার ছবি দেখার জন্য মুখিয়ে থাকা দুই শহর চেন্নাই এবং বেঙ্গালুরুতে স্কুল, কলেজ এবং অফিসগুলোতে গত বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছিল। বেশ কয়েকটি সংস্থা আবার কর্মীদের বিনামূল্যে ওই ছবির টিকিটও বিতরণ করেছে।