রেজাউল করিম: পুরোনো পত্রপত্রিকার বিশাল এক সংগ্রহশালা গড়ে উঠেছে গাজীপুরের একটি বাড়িতে। কত সংখ্যা পত্রিকা রয়েছে তার সঠিক হিসাব বের করা কষ্টকর।
তবে বাড়িটিতে বড় বড় কয়েকটি কক্ষে থরে থরে সাজানো রয়েছে হাজারও দৈনিক ও মাসিক-সাপ্তাহিক পত্রিকা এবং ম্যাগাজিন। রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লেখকের দুস্পাপ্য ও জনপ্রিয় বইসমগ্র। এযেনো এক পুরনো পত্রিকার জাদুঘর।
দেশের প্রাচীনতম পত্রিকা থেকে শুরু করে বর্তমান সময়ের নানা পত্রিকা রয়েছে এ সংগ্রহশালায়। রয়েছে বিভিন্ন সময়ের দেশি ও আঞ্চলিক ম্যাগাজিন।এছাড়াও হাজার হাজার দেশি বিদেশি বই দিয়ে বিশাল এ সংগ্রহশালা গড়ে তোলা পত্রিকাপ্রেমী এই মানুষটির নাম আহসান কবির ভূঁইয়া কাকুল।
গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রথখোলা তার বাড়ি। গত বছর জানুয়ারি মাসে তিনি মারা গেছেন। তার ব্যক্তিপরিচিতি থাকলেও এই বিশাল সংগ্রহশার বিষয়ে জানেন না অনেকেই।
প্রযুক্তির কল্যাণে পত্রিকাশিল্পে নানা পরিবর্তন এসেছে। যুগে যুগে সেই পরিবর্তনের বড় সাক্ষী হয়ে আছে মরহুম আহসান কবির ভুঁইয়া কাকুলের এই সংগ্রহশালা।
সরেজমিনে দেখা যায়, তার সংগ্রহশালায় অর্ধশত বছর আগে থেকে এখন পর্যন্ত প্রায় সব পত্রিকা রয়েছে। সংগ্রহশালার কয়েকটি কক্ষে প্রতিটি বান্ডিলে জাতীয় ও স্থানীয় পত্রিকা আলাদা করে রাখা। একেকটি বান্ডিলে এক মাসের পত্রিকা। গ্লাস লাগানো কাঠের আলমারিতে এরকম হাজারও বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। এছাড়াও অনেক সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন রয়েছে।
ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ১৯৫৬ সাল থেকে বিভিন্ন দেশি-বিদেশি বই, ম্যাগাজিন, পত্রিকা সংগ্রহ করতেন কাকুল। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশের কবিদের লেখা বই সংগ্রহ করতেন৷ এছাড়াও পুরস্কারপ্রাপ্ত ও নোবেলজয়ীদের লেখা সব বই সংগ্রহ করেছেন তিনি। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ছাপা জনপ্রিয় প্রতিটি পত্রিকা রাখতেন। বইমেলায় সেরা বই ক্রেতাদের মধ্যে তিনি একজন ছিলেন। প্রতিবছর তিনি লাখ টাকার বেশি বই কিনতেন।
আহসান কবির ভূঁইয়া কাকুল এর সন্তান আহসান রাকিব রনি ভুঁইয়া বলেন, পত্রিকা ছাড়াও কয়েক কোটি টাকার বই আমাদের বাড়িতে আছে। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এসব পত্রিকা ও দেশ-বিদেশের লেখকদের বই কিনে পড়তেন এবং সংগ্রহ করে রাখতেন। এসব বই এবং পত্রিকা তিনি লোক রেখে বাঁধাই করে রাখতেন। আমাদের বেশ কয়েকটি রুম ও গোডাউন ভর্তি রয়েছে পত্রপত্রিকা ও বিভিন্ন বইয়ের। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এটি আরও সমৃদ্ধ করার।
গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আসীম বিভাকর বলেন, গাজীপুরের অন্যতম শিক্ষানুরাগী পরিবার আহসান কবির ভূঁইয়া কাকুল সাহেবদের। তার নিজ হাতে গড়া লাইব্রেরি অনেক সমৃদ্ধ। দীর্ঘকাল পত্রিকা এভাবে সংগ্রহ করা সুন্দর মনের পরিচয় বহন করে। তার সংগ্রহে অনেক দুস্পাপ্য বই ও ম্যাগজিন রয়েছে। তার অনুপস্থিতিতে এই সংগ্রহশালা যেন তার পরিবার এবং সরকার সঠিক তদারকি করে। যেখানে মানুষ পড়তে পারে সেই সুযোগের সৃষ্টি হয়।