রামপালে চিত্রনায়ক শাকিল খানের গণসংযোগ

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন চিত্রনায়ক শাকিল খান।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শাকিল খান রামপাল উপজেলার রনসেন মোড় ও চাকশ্রীবাজারে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মোংলাবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

শাকিল খান বলেন, মোংলা-রামপালে অনেক কাজের জায়গা রয়েছে। মোংলা-রামপালের মাঝে একটি ঝুলন্ত ব্রিজ হওয়ার কথা ছিলো, কিন্তু হয়নি। রাস্তাঘাটগুলো আরও বড় হওয়ার কথা ছিলো, তাও হয়নি। সুন্দরবন কেন্দ্রিক পর্যটনকেন্দ্র হওয়ার কথা ছিলো, হয়নি। লবনাক্ত জমিগুলোকে চাষাবাদের উপযোগী করার কথা ছিলো, হয়নি। রামপাল-মোংলা শিল্প কলকারখানা হলেও আমাদের ছেলে-মেয়েদের চাকরি হয়নি। এসব নিয়ে মোংলা-রামপালে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। আমাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি এসব সংকট পূরণে কাজ করবো। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই অঞ্চলের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন এই নায়ক।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, ইউপি সদস্য চম্পক কুন্ডু, আছাদুজ্জামান পল্টু, নারী ইউপি সদস্য শাহনাজ বেগম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ওয়াহিদুজ্জামান, মৎস্যজীবী লীগ নেতা এন্তাজ আলীসহ নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী রামপালের মল্লিকের বেড় ও গিলাতলাসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করেন তিনি।

 

Print Friendly, PDF & Email

Related Posts