সিনেমা হলে গেলেন তারপর শাহরুখ খানের ‘জওয়ান’ দেখলেন। কিন্তু, শেষে এমন কাণ্ড হল যে টিকিটের টাকা ফেরত নেওয়ার লাইনে দাঁড়াতে হল। ভাবতে পারছেন? ‘জওয়ান’ ঝড়ে ভাসছে যখন বিশ্বদুনিয়া, ঠিক তখনই খবরের শিরোনামে উঠে এলো সম্পূর্ণ বিপরীত একটি ছবি। এখন প্রশ্ন হল, আসল ঘটনাটা ঠিক কী হয়েছিল ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় ইংল্যান্ডে ‘জওয়ান’ দেখার অভিজ্ঞতার কথা শেয়ার করেন এক যুগল। সেই ভিডিয়োতেই নিজেদের আক্ষেপের কথা জানান তাঁরা। ভিডিয়ো থেকে স্পষ্ট, বিদেশের মাটিতেও ‘জওয়ান’ নিয়ে বেশ উৎসাহী ছিলেন শাহরুখপ্রেমীরা। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়েই ঘটল বিপত্তি। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ক্ষুব্ধ ভক্তরা দাবি জানালেন, তাঁদের রিফান্ড চাই।
জানা গিয়েছে, সিনেমা শুরু হওয়ার এক ঘণ্টা ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তার পর ইন্টার্ভাল লেখাটি ফুটে ওঠে। সবাই অবাক হয়ে যান। সকলের মনে প্রশ্ন জাগে, খলনায়ক মারা যাওয়ার পর কীভাবে ইন্টার্ভাল হতে পারে? ধন্দ লাগে। তারপরই জানতে পারেন, সিনেমা হল কর্তৃপক্ষ সিনেমাটা ইন্টার্ভালের পর থেকে চালিয়েছেন।
মেকআপ আর্টিস্ট সহের রশিদও সেখানে উপস্থিত ছিলেন। এই ভুলের মাসুল অবশ্য দিতে হয় হল কর্তৃপক্ষকেও। এরপরে, হল মালিকরা আমজনতাকে টিকিট ফেরত দেন এবং ‘জওয়ান’র অন্য শোয়ের টিকিটও দেন। কিন্তু, প্রথমেই ছবি ভাল ভাবে না দেখার জন্য উত্তেজনাও মাটি হয়েছে তাদের। ফলে, ভিডিও পোস্ট হতে না হতেই অসংখ্য সমর্থন জুটে গিয়েছে শাহরুখ-প্রেমীদের তরফে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ‘জাওয়ান’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা কোটি টাকার লটারি জেতার আনন্দের মতো। প্রথম থেকেই হাউজফুল যাচ্ছে। মুক্তির পাঁচ দিন পরও এতটুকু আবেদন কমেনি। একাধিকবার দেখছেন অনেকেই। কিন্তু এই ঘটনাটি যা ঘটল তা যে একেবারেই অপ্রত্যাশিত তা বলাই বাহুল্য।
View this post on Instagram