বিমানের টপ সেলিং এজেন্টদের এওয়ার্ড প্রদান

মেট্রো নিউজ : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উদ্যোগে গত ৩ নভেম্বর মঙ্গলবার ব্রিটেনে বিমানের প্যাসেঞ্জার সেলস এজেন্ট এবং কার্গো সেলস এজেন্টদের মধ্যে টপ সেলিং এজেন্টদের এওয়ার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বিমানের এওয়ার্ড বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লোকসানের বদনাম ঘুচিয়ে বিমান এখন দিন দিন লাভের দিকে যাচ্ছে। অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চালুর ফলে অন্যান্য দেশীয় এয়ারলাইন্সগুলো তাদের টিকেট মুল্য অনেক কমিয়েছে।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, গতবার বৃটেন সফরে আপনাদের কাছ থেকে বিমানের অনেক সমস্যার কথা শুনেছিলাম। এবার আপনাদের মুখ থেকে বিমানের সার্ভিস ও বিভিন্ন প্রশংসার কথা শুনে সত্যিই আনন্দ লাগছে।

পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিন আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আব্দুল হান্নান প্রমুখ।

বিমানের চেয়ারম্যান এর মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিন আহমেদ বলেন, নানা সমস্যা ও সীমাবদ্ধতা সত্ত্বেও বিমান আপনাদের সকলের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি বিমান বহরে আরো বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ সম্পৃক্ত করা হবে। লন্ডন সিলেট লন্ডন রুটের বিমানের ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে তিনি বিশেষ ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। বিমানের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ বিমানের টপ সেলস এওয়ার্ড বিজয়ীদের বিমানের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ মিলিয়ন যা স্মরণকারের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঢাকায় গিয়ে এবার বিমানে যাত্রীদের জন্য খাদ্য তালিকা প্রিন্ট করে সংযোজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আব্দুল হান্নান বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও বিমান কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য। বিমানের লন্ডন অফিসের কর্মকর্তারা শুধুমাত্র যাত্রীদের কাছে টিকেট বিক্রয় ও কার্গো সেবা প্রদানের মাধ্যমেই ব্যস্ত থাকছেন না। তারা বিমানের সাথে অন্যান্য এয়ারলাইন্সের একটি নেটওয়ার্কিং সৃষ্টি করে যাত্রীদের আরো অধিকতর সেবা প্রদানে কাজ করে যাচ্ছে।

উর্মি মাজাহারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের ইউকে ও আয়ারল্যান্ডে নিযুক্ত কান্ট্রি ম্যানেজার ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন,  বিমানকে কমিউনিটির একেবারে কাছে নিয়ে যেতে ট্রাভেল ও কার্গো ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। আজ আমরা এখানে তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ এওয়ার্ড প্রদান করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কারণেই বিমান বাংলাদেশ ইউকে এর জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় দিন।

এ বছর বিমানের টপ সেলিং এজেন্ট হিসেবে ১৯টি প্রতিষ্ঠানকে এওয়ার্ড ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্যাসেঞ্জার সেলস এজেন্ট হিসেবে শ্রেষ্ঠ ও প্রথম এজেন্ট হিসেবে এওয়ার্ড লাভ করেন হেলাল খানের মালিকানাধীন হিলসাইড ট্রাভেলস। একমাত্র কার্গো সেলস এজেন্ট হিসেব পুরষ্কার লাভ করেন মনির আহমেদের মালিকানাধীন জেএমজি কার্গো। এরপর প্যাসেঞ্জার সেলস এজেন্ট হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এওয়ার্ড লাভ করেন যথাক্রমে ইমরান ট্রাভেল, এয়ার এক্সপ্রেস, ট্রাভেল লিংক ও সুরমা ট্রাভেলস।

জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ বলেন,  বিমান বাংলাদেশ ইউকে  এর সাবেক কান্ট্রি ম্যানেজারদের ধারাবাহিকতায় বর্তমান কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলামের সর্বাত্মক সহযোগিতায় বিমানের কার্গোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কার্গো ব্যবসার এই সফলতার জন্য কমিউনিটি ও মিডিয়া অবদান আমি কখনো ভুলবো না। আজকের এই এওয়ার্ড আমার ব্যবসায়িক অগ্রযাত্রায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে।

বিমানের টপ সেলস এজেন্ট হিলসাইড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক হেলাল খান বলেন, আমি একেবারে জিরো থেকে এই ব্যবসা শুরু করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহবায়ক ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও জনমত সম্পাদক নবাব উদ্দিন, প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, কবি শামীম আজাদ, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খান, চ্যানেল এস এর প্রধান নির্বাহী তাজ চৌধুরী, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসাইন, বেতার বাংলা প্রধান নির্বাহী নাজিম চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts