জাতীয় জীবনে দুর্নীতিবিরোধী মনোভাব সৃজন, সর্বস্তরে মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যবোধের ব্যাপক বিকাশ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দ্বীপজেলা ভোলার লালমোহনে গঠিত হলো আন্তর্জাতিক গতিসম্পন্ন মানবিক প্লাটফর্ম “দুর্নীতি প্রতিরোধ মঞ্চ”।
জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি’র প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউরোবাংলাটাইমস এর ম্যানেজিং এডিটর প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান কে সভাপতি এবং লালামোহন জান্নাতুল মাওয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে ৯ সদস্য বিশিষ্ট লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চ।
১৫ নভেম্বর বুধবার বিকেলে লালমোহন পৌরসভার পূুর্বপাড়াস্হ রোদসী ভবনে অনু্ষ্ঠিত এক অনাড়ম্বর সভায় লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সিনিয়র সহসভাপতি নিযুক্ত হয়েছেন- বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মেলেটারী, সহসভাপতি : লালমোহন উপজেলা আনসার ভিডিপির সাবেক টিমলিডার নারীনেত্রী নুরজাহান লুৎফা । নির্বাহী সদস্য নিযুক্ত হয়েছেন- লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা জাহান আরজু, দৈনিক আজকের বসুন্ধরার লালমোহন প্রতিনিধি ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী, শরিফ খলিফা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শফিকুর রহমান এবং লালামোহন বাজারের তরুণ ব্যবসায়ী মো. হাবিবুর রহমান।
আগামী ৯ ডিসেম্বর ২০২৩ ; আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সামাজিক আন্দোলনের জাতীয় নেতৃবৃন্দের উপস্হিতিতে দিনব্যাপী কর্মসূচী পালন করবে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চ।