বরগুনায় অগ্নিকান্ডে ২১ টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে অগ্নিকান্ডে প্রায় ২১ টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু’ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। চোখের সামনেই প্রায় ২১ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়, এতে কারও কিছু করার ছিলোনা। কোন দোকান থেকেই মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তবে তাদের দাবী, ফায়ার সার্ভিস যদি দ্রুত সময়ের মধ্যে আসতো তাহলে ক্ষতির পরিমান কিছুটা কমতো। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীকে ৫০ কেজির এক বস্তা চাল, নগদ ৫ হাজার টাকা ও দুটি কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও বদরখালী ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা।

Print Friendly, PDF & Email

Related Posts