শায়েস্তাগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) পৌর মেয়র এম এফ আহমেদ অলি’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন মোহন, প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ আব্দুল গফুর, কাউন্সিলর মোঃ রজব আলী, কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, কাউন্সিলর মোহাম্মদ মাসুক মিয়া, কাউন্সিলর মোঃ পাহিন হোসেন, কাউন্সিলর মোহাম্মদ তাহির মিয়া খাঁন, কাউন্সিলর মোহাম্মদ আলী আহাদ, কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদার, মহিলা কাউন্সিলর আছমা আক্তার, আফসানা ডলি, তহুরা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, জনমুখী স্থানীয় সরকার গড়ে তোলা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব ও কার্যাবলি জনগণকে অবহিতকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে জনগণের সঙ্গে দায়বদ্ধকরণ, নাগরিক দায়িত্বের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধি করা, তৃণমূল জনসাধারণের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার মান উন্নত করা, রাজস্ব আয় বৃদ্ধিতে জনসম্পৃক্ততা স্থাপন, সরকারি সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতকরন, জবাবদিহিতা নিশ্চিতকরন, সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ড তুলে ধরা, অধিকতর জনকল্যাণ নিশ্চিতকরণ জাতীয় স্থানীয় দিবস উদযাপনের উদ্দেশ্য।

মামুন/হবি

Print Friendly, PDF & Email

Related Posts