বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ আষাঢ়ের দ্বিতীয় দিন। হেমন্তের ৯৬তম জন্মদিন আজ। যদিও জন্মদিনের হিসেবটা তার ইংরেজি বর্ষ হিসেবে।১৯২০ সালের ১৬ জুন ভারতের বারাণসীতে জন্ম তার। বাংলা গানের ইতিহাসে এ যাবৎ কত কত শিল্পী গান গেয়েছেন। কিন্তু তারমধ্যে স্ব-মহিমায় অনন্য হয়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের সবার তথা অজস্র সংগীত ভক্তের হৃদয়ে এক অন্যরকম উচ্চতায় অবস্থান করছেন বছরের পর বছর ধরে।
বাংলাদেশের সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। ‘আমার গানের স্বরলিপি লেখা রবে, আমি যদি আর নাই আসি হেথা ফিরে’ মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে ঢাকায় এসে এই গানটি শুনিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যেন গানের কথাকে সত্যি প্রমাণ করেই ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর জীবনাবসান ঘটে প্রথিতযশা এই শিল্পীর। তবে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে এই শিল্পীর স্বরলিপি চিরদিনের জন্য খোদাই করা হয়ে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
হেমন্ত মুখোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার পক্ষে গান করেছিলেন। তিনি সেসময় বিভিন্ন ক্যাম্প এবং শরণার্থী শিবিরে ঘুরে বেড়াতেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। শুধু তাই নয়, তিনি চ্যারিটি শো করে এর অর্থ তুলে দিয়েছিলেন উদ্বাস্তু শিবিরের সাহায্যার্থে। তার গাওয়া ‘মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে’ গানটি দারুণভাবে অনুপ্রেরণা যুগিয়েছিলো মুক্তিযোদ্ধাদের।
আসুন আজ হেমন্তের জন্মদিনে তার গাওয়া বর্ষার এই গানটি শুনি –
‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন/ কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ’
লিঙ্ক :
https://www.youtube.com/watch?v=eokoPIrORjo