বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লাল বেনারসি, সোনার গয়না, ফুলের সাজে রেডি নতুন কনে। দেখুন তো ভাল করে। আপনিও চেনেন এঁকে। টলিউডের পরিচিত নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। এতে তো অবাক হওয়ার কিছু নেই! বিয়ে করছেন নায়িকা। হ্যাঁ, এটাই খবর। কিন্তু, তার থেকেও বড় খবর রয়েছে।
পিকচার আভি বাকি হ্যায়! কিছু ক্ষণের মধ্যেই ছাদনাতলায় বরের প্রবেশ। মাথায় টোপর, গলায় ফুলের মালা পরে এ যে অঙ্কুশ! শেষ পর্যন্ত অঙ্কুশ-কৌশানী মালাবদল করবেন, এ তো ব্রেকিং!
চমকের তখনও আরও বাকি। কারণ কন্যাদানের জন্য হাজির পরিচালক রাজা চন্দ। এ বার তো ব্যাপারটা কালটিভেট করতেই হচ্ছে। পাত্রপাত্রী হলেন জনপ্রিয় নায়ক-নায়িকা। কনে কর্তা পরিচালক। শুরু হল লাইট, ক্যামেরা, অ্যাকশন…
পরিচালক রাজা চন্দের আগামী ছবির শুটিং চলছে ফুকেটে। দেব, যিশু, অঙ্কুশ, রুদ্রনীল, মিমি, সায়ন্তিকা, কৌশানীর মতো একগুচ্ছ তারকা রয়েছেন এই ছবিতে। ছবির নাম এখনও ঠিক না হলেও ছবির সেটেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কুশ-কৌশানি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘কন্যাদানের জন্য রাজা চন্দকে ধন্যবাদ। তবে এই বিয়ের লংজিভিটি নিয়ে আমার সন্দেহ রয়েছে, কারণ যিশু সেনগুপ্ত!’ এর পর স্মাইলিও জুড়ে দিয়েছেন নায়ক।