এবার থেকেই পঞ্চম শ্রেণিতে সমাপনী হচ্ছেনা

বিডিমেট্রোনিউজ প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় এবার থেকেই পঞ্চম শ্রেণিতে আর সমাপনী পরীক্ষা নেবে না সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “কথা হয়ে গেছে, এবার থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আর হবে না। প্রাথমিকের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে একটি সমাপনী পরীক্ষা হবে।”

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না- এমন প্রশ্নে হাসিমুখে ফিজার বলেন, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তো কথা বলি।”

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা তুলে দিয়ে অষ্টম শ্রেণিতে কোন নামে সমাপনী পরীক্ষা নেওয়া হবে মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত হবে বলে জানান গণশিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “এবার থেকেই পঞ্চম শ্রেণিতে আর সমাপনী পরীক্ষা হবে না এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, পদ্ধতিগতভাবে শুধু আনুষ্ঠানিকতা বাকি।”

Print Friendly, PDF & Email

Related Posts