ট্যুইটারে শাহরুখের ভক্তসংখ্যা ২০ মিলিয়ন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ট্যুইটারে ২০ মিলিয়ন ভক্তসংখ্যা ছুঁলেন শাহরুখ খান। এর ফলে বিগ বি-র টুইটারের ফলোয়ার সংখ্যার খুব কাছাকাছিই চলে এলেন তিনি। টুইটারে অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ২১.৩ মিলিয়ন।

কিং খানকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী। ২০ মিলিয়নের মাইলস্টোন ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নতুন একটি হ্যাশট্যাগও- #SRK20Million।
সমসাময়িক অন্যান্য অভিনেতাদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন এসআরকে।

এই সময়ে টুইটারে সলমন খানের ফলোয়ার সংখ্যা ১৮.২ মিলিয়ন, আমির খানের ১৭.৯ মিলিয়ন। তাঁদের টক্কর দিয়ে ২০-র মাইলস্টোন ছুঁয়েছেন শাহরুখ।

Print Friendly, PDF & Email

Related Posts