কষ্টরা বহমান ll সাইদ নাঈম


কষ্টরা বহমান, স্রোতের মত
কষ্টরা বহমান, জলের ধারায়
পদ্মা, মেঘনা, যমুনা পেরিয়ে নীল, রাইন
হোয়াংহো, টেমস, ফোরাত এর তীরে
পথ পেরোয় বংগোপসাগর, ভূমধ্যসাগর হয়ে
শান্ত হয়ে প্রশান্ত মহাসাগরে পাকায় ঘূর্নি এক
হাজার বছর ধরে
ফিরে আসে তীর বরাবর
প্রতি বছরে সিডর

কষ্টরা বহমান, বাতাসে…..
বরিশাল, গাজায়, সুউচ্চ অট্টালিকা টকিও
দিল্লী, নিউইয়র্ক লন্ডন,
দক্ষিণ মেরু ঘুরে
তপ্ত হয়ে জল পাকায় মেঘের বাহন
জমে সুদূর দৃষ্টির সীমানায়,
ফিরে আসে গ্রীষ্ম-শীতে
আসে শিলা, বৃষ্টি, ঝড়ে

কষ্টরা বহমান, দীর্ঘশ্বাসের মতন
কষ্টরা বহমান, বুকের চাপা কষ্টের মতন
ঘুরে যায় জল্লাদখানা বদ্ধভূমি, জালিওয়ালানবাগ,
গাজা, পশ্চিম তীড়, হলোকাস্ট
হেটে যায় মর্গ, নিউজ প্রেজেন্টারের ঠোট,
অভূক্ত শকুনের উদর
জমে থাকে নয়নের জলে
সে জল বাষ্পে ওরে বাতাসে মেঘ
ফিরে আসে এসিড বৃষ্টি হয়ে

কষ্টরা বহমান, কানে কানে বলা গল্পে
যেমনি অবুঝ শিশু বলে মায়ের কানে
সব হারানো মা বলে কৈশোরে পা রাখা
সন্তানের ভাতের পাতে
বলে, বাপ হারানোর গল্প,
বাপের ‌’নাই” হয়ে যাওয়া গল্পে
মায়ের অনেক কিছু না হওয়া

ঘুরে আসে লেখকের ছোটগল্পে
এক্টিভিস্টের কলমে, টুইটার ফিডে
গল্প জমে, অশ্রু জমে, কষ্ট পুড়ে
ফিরে আসে ৪৭, ৭১, ২৩ হয়ে
নতুন এক যুদ্ধের অপেক্ষায়

(গাজায় সব হারানো শিশুদের স্মরণে)

Print Friendly, PDF & Email

Related Posts