কানপুর টেস্ট ll ৩৫ ওভারেই শেষ প্রথম দিনের খেলা

কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হলো নির্ধারিত সময়ের অনেক আগেই। বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে মাত্র ৩৫ ওভারেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন কর্তব্যরত আম্পায়াররা।

কানপুরে আজ (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি প্রথমদিনের খেলা। তবে এক ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রথম সেশন নির্বিঘ্নে কেটেছে। মধ্যাহ্নবিরতির সময় আবার শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলাও একটু দেরিতে শুরু হয়। 

আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে হয় ফ্লাডলাইট জ্বালিয়ে। তবে ধীরে ধীরে আলো এতই কমতে থাকে যে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হন আম্পায়াররা। দ্বিতীয় সেশনের খেলা ৯ ওভার হওয়ার পর এই সিদ্ধান্ত নেন আম্পায়াররা। 

আলোকস্বল্পতায় ম্যাচ বাতিল হওয়ার কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। তেমন ভারী বর্ষণ না হলেও আলোকস্বল্পতা এবং ভেজা আউটফিল্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমদিনের খেলা সমাপ্তির ঘোষণা দেন আম্পায়াররা।  

প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।  

জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশ দীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ণবিরতির পরপর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত। 

Print Friendly, PDF & Email

Related Posts