নূরে আলম, নবীনগর: সম্মানিত গ্রাহকবৃন্দ, বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। এটা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা সচেতন নাগরিক এবং গ্রাহক হওয়া সত্বেও এর সুষ্ঠু ব্যবহার করি না। অনেকেই বুঝেও সাময়িক লাভের জন্য বিদ্যুৎ চুরি করে ব্যবহার করি। একদিকে নৈতিকতা বিসর্জন দেওয়া এবং অন্য দিকে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা। কোন ধর্মেই অনৈতিক কাজ ভাল নয়। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে এ কথা জানিয়েছেন এজিএম নবীনগর জোনাল অফিস।
হোয়াটস অ্যাপ গ্রুপে এজিএম নবীনগর জোনাল অফিস আরো জানায়- অনেক সময় আমরা স্বেচ্ছায়/অজানতে/অন্যের প্ররোচনায় চুরি করে বিদ্যুৎ ব্যবহার করি। এটা অনৈতিক ও ধর্মীয় নীতি আদর্শের পরিপন্থী কাজ। সকলকে মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
আসুন, আমরা সবাই অঙ্গীকার করি- কখনো নিজের প্রয়োজনে কিংবা ধর্মীয় কাজে রাষ্ট্রীয় সম্পদ (বিদ্যুৎ) চুরি করে ব্যবহার করব না। পার্শ্ববর্তী কেউ এই কাজে জড়িত থাকলে নিষেধ করব এবং প্রয়োজনে বিদ্যুৎ অফিসকে অবহিত করব। দেশের সুনাগরিক হিসেবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ভূমিকা রাখব।
এছাড়াও বিদ্যুৎ একটি স্পর্শকাতর বিষয় বিধায় অনিরাপদ বিদ্যুৎ এর ব্যবহার জীবনহানি ঘটাতে পারে।
সঠিকমানের তার দ্বারা ওয়্যারিং করে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করলে দুর্ঘটনা পরিহার করা সম্ভব। সকলকে বিদ্যুৎ চুরি প্রতিরোধ করার এবং নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করার জন্য অনুরোধ করছি।
বুধবার সন্ধ্যায় হোয়াটস অ্যাপ গ্রুপে এ কথাগুলো জানিয়েছেন এজিএম নবীনগর জোনাল অফিস। সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের প্রতি ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।