দুর্গাপূজা উপলক্ষে ৯০ জন নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গী উপহার

হবিগঞ্জ প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ৯০ জন নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গী উপহার প্রদান করা হয়েছে। এরমধ্যে ৪৫ জন নারীকে শাড়ি ও ৪৫জন পুরুষকে লুঙ্গী উপহার দেওয়া হয়।

পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে ওইসব উপহার প্রদান করা হয়েছে। তার পক্ষ থেকে বাড়ি বাড়ি উপহার পৌঁছে দেওয়া হয়।

উপহার পেয়ে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষরা সাবেক কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আব্বাস উদ্দিন তালুকদারের বলেন, প্রত্যেক বছরই ইচ্ছে থাকে দুর্গাপূজা উপলক্ষে কিছু করার। নিজ এলাকা ও আশেপাশের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদেরকে সাধ্য অনুযায়ী কিছু উপহার দেয়ার। অন্যান্য বছর আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসি। পাশাপাশি সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় হয়। দুঃখজনক এবার আর সরাসরি গিয়ে দেখা করা সম্ভব হয়নি। তবুও পূজাতে সনাতনী ভাই-বোনদের আনন্দের অংশীদার হতে সামান্য উপহারের ব্যবস্থা করেছি। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

এমএমসি/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts