রাজধানীতে এখনো উলের সুতা বিক্রি হয়

রাজধানীতে এখনো উলের সুতা বিক্রি হয়, এটি অনেকেই জানে না। আসছে শীতকাল। শীত মৌসুমে গায়ে পরার জন্য এক সময় হাতে বোনা সোয়েটার ছাড়া উপায় ছিল না। বিশেষ ধরণের কাঁটা আর পশমি সুতা বা উল দিয়ে ঘরে বোনা হতো উলের সোয়েটার।

সে সময় শীত নিবারণে গরম কাপড়ের অন্যতম পোশাক ছিল হাতে তৈরি সোয়েটার। সচ্ছল ও সম্ভ্রান্ত পরিবারে শীতের আগমনীতে চলতো হাতে সোয়েটার বোনার প্রচলন। শীত আসার আগে থেকেই নারীদের হাতে দেখা যেত উল আর কাঁটা।

এখন আর মফস্বল শহরে এগুলো একেবারেই পাওয়া যায় না। কেবল রাজধানীর দু-এক জায়গায় মেলে এগুলো।

এসময় শীতের আগমনে রাজধানীর বেশ কিছু জায়গায় উলের সুতা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ছবিটি বুধবার রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা

Print Friendly, PDF & Email

Related Posts