হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও অপর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ তৌহিদ শাহকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত খোরশেদ শাহ’র ছেলে।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এএসআই তাজুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন, এএসআই জাকির হোসেনসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, আসামী মোঃ তৌহিদ শাহ’র বিরুদ্ধে একটি জিআর মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও অপর জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএমসি/এইচ