উইন্ডিজের মাটিতে তামিমের জয়জয়কার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তামিমের ব্যাটে রান মানেই বড় স্কোরের সম্ভাবনা। ওপেনিংয়ে টাইগারদের পরীক্ষিত ব্যাটসম্যান। অপর ওপেনাররা যেখানে বারবার ব্যর্থ হচ্ছেন সেখানে উজ্জ্বল তামিম। এখনো এ বাঁহাতি ওপেনারের যোগ্য সঙ্গী খুঁজে পায়নি টিম ম্যানেজম্যান্ট।

বিদেশের মাটিতে নয় বছর পর সিরিজ জিতল বাংলাদেশ। এ সিরিজ জয়ের পেছনে মূল কারিগর তামিম ইকবাল। তাকে সঙ্গ দিয়েছেন কখনো সাকিব, কখনো মুশফিক কিংবা মাহমুদুল্লাহ। আর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি।

এ সিরিজে হেসেছে তামিমের ব্যাট। সঙ্গে হেসেছে বাংলাদেশও। দ্বিতীয় ওয়ানডেতে তীরে গিয়ে তরী ডুবিয়েছে ব্যাটসম্যানরাই। কিন্ত ওপেনিংয়ে নেমে জয়ের পথ সহজ করে দিয়েছিলেন তামিম।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩০, দ্বিতীয় ওয়ানডেতে ৫৪ এবং অলিখিত ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি (১০৩)। অ্যাওয়ে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন তিন নাম্বারে। পেছনে ফেলেছেন কোহলি-রিচার্ডসদের মতো গ্রেটদের।

এ সিরিজ তামিমের। তিন ম্যাচের দুই ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সর্বোচ্চ ২৮৭ রান পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরষ্কারও। উইন্ডিজ বোলিং লাইনআপকে তুলোধুনো করেছেন তিন ম্যাচেই। সত্যিকার বটে, উইন্ডিজের মাটিতে জয়জয়কার তামিমের ব্যাট।

Print Friendly

Related Posts