চিত্রনায়ক জায়েদ খান এর জন্মদিন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ ৩০ জুলাই চিত্রনায়ক জায়েদ খান এর জন্মদিন । তিনি পিরোজপুরের সন্তান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক, সময়ের ব্যস্ত নায়ক জায়েদ খান  এবারের জন্মদিনটা এফডিসিতে সকল শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকদের সাথে নিয়ে কাটাবেন।

জায়েদ খান এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকা আসেন। ভর্তি হন ঢাকা সিটি কলেজে। থাকতেন মধুমিতা সিনেমা হলের পেছনে বোনের বাসায়। উচ্চ মাধ্যমিক পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তিনি এমএ সম্পন্ন করেছেন । তারা চার ভাইবোন এবং সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০১২ সালে জায়েদ খানের মা মিসেস শাহিদা হক ‘রত্নগর্ভা’ হিসেবে পুরস্কৃত হন।

popi

চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা শুরু হয় ভালবাসা ভালবাসা (২০০৮) দিয়ে। রোম্যান্টিক ধাঁচের এই ছবিটির পরিচালনা করেন মহম্মদ হান্‌নান। এতে আরও অভিনয় করেন রিয়াজ এবং শাবনূর। পরের বছর তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখরিকসাওয়ালার ছেলে

২০১২ সালে জায়েদ খানকে শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন ছবিতে দেখা যায়। ছবিটি পরিচালনা করেন এম এম সরকার। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার অদৃশ্য শত্রু, রকিবুল আলম রকিবের প্রেম করবো তোমার সাথে, আজাদ খানের দাবাং, মনতাজুর রহমান আকবরের মাই নেম ইজ সিমি এবং রাজু চৌধুরীর তোকে ভালোবাসতেই হবে। ২০১৫ সালে তিনি শাহ্‌ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন ছবিতে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান ছবিতে অভিনয় করেন।

Porimoni-zayed-khan

২০১৭ সালে প্রযোজনায় নাম লেখান জায়েদ খান। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র অন্তর জ্বালা (২০১৭)। অপরাধ-অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী। একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট ক্যামেরা অ্যাকশন টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন।এটি তার অভিনীত প্রথম টেলিভিশন চলচ্চিত্র।

নায়কের জন্মদিনে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

Print Friendly

Related Posts