প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান মাশরাফি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গণভবন থেকে বেরিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে আজই মনোনয়ন ফরম কেনার কথা মাশরাফির।

নড়াইল-২ আসনের জন্য মাশরাফি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে। মাশরাফির বাড়ি নড়াইল শহরে।

মাশরাফি আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন—এই খবরে তাঁর সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

আপরদিকে জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেবেন।

Print Friendly

Related Posts