বাংলাদেশের ‘দেবী’ দর্শনে মুখিয়ে টলিউডি দর্শক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হুমায়ুন আহমেদ পশ্চিমবঙ্গের পাঠকদের কাছেও সমান জনপ্রিয়৷ তাঁরই সৃষ্টি অনবদ্য চরিত্র মিশির আলি সিরিজের প্রথম কাহিনী ‘দেবী’ এবার চলচ্চিত্রের দুনিয়াতেও দর্শকদের তুমুল আগ্রহ তৈরি করছে৷

মুক্তির মাত্র চার দিনেই লাভের মুখ দেখেছে এই ছবি৷ এদিকে ঢাকাই ছবি দেখতে মুখিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকরা৷ টলিউডে কবে দেখা যাবে জয় আহসান প্রযোজিত ‘দেবী’ তা নিয়ে চলছে চর্চা৷

সরকারের অনুদানে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দেবীর সুরকার পশ্চিমবঙ্গের অনুপম রায়৷ আর জয়া নিজেই টলিউডে অত্যন্ত জনপ্রিয়৷ ফলে তাঁর অভিনীত ও প্রযোজিত দেবী আগ্রহের কেন্দ্রে৷ এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

দেবী লাভ দেখায় ঢালিউডের মন্দা বাজার কাটবে বলেই মনে করা হচ্ছে৷ শারদোৎসবের মধ্যেই বাংলাদেশে ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দেবী’। এরমধ্যে ঢাকার হলগুলোতে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে।

‘দেবী’র পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, এই সিনেমা এরই মধ্যে লাভের মুখ দেখে ফেলেছে। তো লাভের টাকা দিয়ে জয়া আহসান কী করবেন? নতুন আরেকটি মার্সিডিজ গাড়ি কিনবেন নাকি বাড়ি বানাবেন?

জয়া জানিয়েছেন ‘দেবী’র সাফল্যের পর তিনি এর অর্থ দিয়ে কোনও গাড়ি কিংবা বাড়ি কিনবেন না, বরং আরেকটি ভালো সিনেমা বানাবেন৷

Print Friendly

Related Posts