বাচসাসের ফ্যামিলি ডে’তে এক পশলা আনন্দ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শনিবার ঢাকার অদূরে সাভারের স্পন্দন পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ‘ফ্যামিলি ডে’। সেখানে বাচসাসের ফ্যামিলি ছাড়াও উপস্থিত ছিলেন দুই প্রজন্মের বিনোদন জগতের তারকারা। আর সেখানে তারাদের মধ্যে এসেছিলেন ‘বাবা আমাদের একটা ময়না পাখি আছে না’ খ্যাত ছোট্ট দীঘি।

 

928
বাচসাসের ফ্যামিলি ডে উপভোগ করেন চিত্রনায়ক সুব্রত ও কন্যা দিঘি

সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশানসহ সংগঠনটির অন্যান্য সদস্য। সকাল ১০টার দিকে সাংবাদিকরা পরিবার-পরিজন নিয়ে হাজির হতে থাকেন। এরপর সেখানে একে একে হাজির হন চলচ্চিত্রাঙ্গনের মানুষজন।

 

সকাল ১১টার দিকে বনভোজন স্থলে প্রথম হাজির হন চিত্রনায়ক আলমগীর। তারপর আসেন চিত্রনায়ক ফারুক, আলীরাজ, চিত্রনায়িকা নূতন, অভিনেতা সুব্রত। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, নবাগত চিত্রনায়িকা অধরা খানসহ এ প্রজন্মের তারকারা।

 

এ ছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক শাহ আলম কিরন, শাহীন সুমন, অপূর্ব রানাসহ চলচ্চিত্রের অনেকে উপস্থিত ছিলেন। তা ছাড়া চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন উপস্থিত ছিলেন।

 

বিকেল গড়াতেই হাজির হন সংগীত জগতের যুবরাজ আসিফ আকবর। এ সময় ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানসহ বেশ কিছু গান গেয়ে শ্রোতাদের মাতিয়েছেন তিনি। কণ্ঠশিল্পী সোহেল মেহেদী, ক্লোজআপ তারকা মুহিনসহ কলকাতার জনপ্রিয় দুই শিল্পী সংগীত পরিবেশনা করেন।

 

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে মোট ষাটজন পুরস্কার পান। এর মধ্যে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়ক সাইমন সাদিক পুরস্কার পান।

Print Friendly

Related Posts