বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর ইফতার মাহফিল

ইসমাইল হোসেন স্বপন, ইতালী : বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর আহ্বায়ক কমিটির উদ্যোগে রোমের তরপিনাত্তারায় মসজিদে কুবা’য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইতালীতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
এসময় বৃহত্তর কুমিল্লা সমিতির আহ্বায়ক জিয়াউল হক জিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহির এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, রমজান মাস আমাদের সর্ব শ্রেষ্ট মাস, রোজার প্রকৃত শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। ধৈয্য ও ক্ষমাশীল মনোভাব আমাদের সমাজকে আরও সুন্দর করতে পারে। তিনি সকলকে এক্যবদ্ধ হয়ে সমাজের সঠিক কাজ করার জন্য আহ্বান করেন।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে ইতালী আওয়ামী লীগ, ইতালী বিএনপি সহ বৃহত্তর সকল আঞ্চলিক ও সামিজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদের ইমাম, সকল রোজাদার ব্যক্তি এবং যারা বিভিন্ন কারনে রোজা থাকতে পারছে না, তাদের জন্যও ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরে সকলেই ইফতার গ্রহনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
Print Friendly

Related Posts