ভারতের পররাষ্ট্র সচিব গোখলে ঢাকায়

বিডিমেট্রোনিউজ॥ ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। রোববার বিকাল ৪টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গোখলেকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর সোনারগাঁ হোটেলে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব। সেখানেই তিনি অবস্থান করবেন।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন গোখলে।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দিনব্যাপী একটি সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেবেন গোখলে। ওইদিন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় একটি যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন তিনি।

এর আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এরপর তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

গত জানুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখালের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

Print Friendly

Related Posts