রাজধানীতে নারীদের জন্য চালু হলো ‘দোলনচাঁপা’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীতে নারীদের জন্য চালু হলো ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস। বর্তমানে ৩৬ আসন বিশিষ্ট দুটি বাস চালু করা হলেও আগামী দুই মাসের মধ্যে আরো ৮টি বাস চালু করা হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে। ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে সেতুমন্ত্রী তার বক্তব্যে কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে বলেন, তদন্ত হচ্ছে, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Print Friendly

Related Posts