জলি ও রত্নাকে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আরো দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ মনোনয়নের সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় দুটি সংরক্ষিত নারী আসনে নাদিয়া ইয়াসমিন জলি (পাবনা) ও রত্না আহমেদকে (নাটোর) থেকে এবং পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত শুক্রবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। গতকাল ঘোষিত দুজনসহ মোট ৪৩ আসনে মনোনয়ন চূড়ান্ত করল ক্ষমতাসীন দল।

 

Print Friendly

Related Posts