গভীর রাতে পুরান ঢাকায় আগুন, বহু আহত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গভীর রাতে পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছে। বুধবার রাতে রাড়ে ১০টার দিকে শাহী মসজিদের পেছনের চুড়িহাট্টার ওই ভবনে আগুন লাগার পর রাত সোয়া ১২টা নাগাদ অন্তত ৩০ জনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদের মধ্যে অন্তত ১০ জন অগ্নিদগ্ধ এবং বাকিদের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে হাসপাতালে কর্তব্যরত কর্মীরা জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেছেন, “আহত আরও অনেকে আসছে।”

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), করিম (৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), সোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪)।

বার্ন ইউনিটের ইউনিটের চিকিৎসক হোসাইন ইমাম জানিয়েছেন, তারা অগ্নিদগ্ধ ১০ জন রোগী পেয়েছেন, তার মধ্যে নয়জনকে ভর্তি করেছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর; সোহাগ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

যে ভবনে প্রথম আগুন লেগেছে, তার নিচতলায় একটি দোকান রয়েছে, দোতলায় রয়েছে বিভিন্ন প্রসাধন-প্লাস্টিক সামগ্রীর গুদাম। উপরের দুটি তলায় রয়েছে বাসা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর দ্রুত নামতে গিয়ে জখম হন অনেকে। লাফিয়ে নামতে গিয়ে হাত-পাও ভেঙেছেন কেউ কেউ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন আশঙ্কা প্রকাশ করেছেন, আগুন লাগার পরপরই বিস্ফোরণ ঘটে, তাতে দুই-একজন মারাও যেতে পারেন। আগুন লাগার পর ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে; ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। সেগুলোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবরও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে।”

প্রয়াত ওয়াহিদ চেয়ারম্যানের চারতলা ওই ভবনে প্রথমে আগুন লাগলেও বিস্ফোরণের পর তা পাশের রাজমনি নামে একটি রেস্তোরাঁ এবং সরু রাস্তার উল্টো দিকের দুটি ভবনে ছড়ায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান রাত দেড়টার দিকে বলেন, মোট চারটি ভবনে আগুন লেগেছে।

 

Print Friendly

Related Posts