রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা গভীন চাকমা ওরফে চিক্কধন নিহত হয়েছেন।

সে বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ’র (প্রসিত গ্রুপ)  আঞ্চলিক কমান্ডার।  চিক্কধন চাকমাকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়ননের বি ব্লকের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়। ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই গভীন মারা যায়।

ইউপিডিএফ রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস এম এন লারমা দলকে দায়ী করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জেএসএস এম এন লারমা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি ইউপিডিএফ’র রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Print Friendly

Related Posts