রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৫

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার সন্ধ্যার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নয়মাইল এলাকায় এই ব্রাশফায়ারের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গ্রাম প্রতিরক্ষা বাহিনীরর সদস্য(ভিডিপি) মো. আল আমিন, বিলকিস (৩৫), মিহির কান্তি দত্ত, জাহানারা বেগম ও কিশালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন।

জানা গেছে, বাঘাইছড়ির সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয়মাইল এলাকায় হামলার শিকার হন তারা। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি  জানিয়েছেন, বাঘাইছড়ির কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পাঁচজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আরও ৭-৮ জন গুলিবিদ্ধ আছেন। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

Print Friendly

Related Posts