১৮ শহীদের পাশে চিরনিদ্রায় শায়িত হলো শিশু জায়ান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি জাহান চৌধুরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বিকাল ৫টা ৪৫ মিনিটে ৭৫’র ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিবারের ১৮ শহীদের পাশে চিরনিদ্রায় শায়িত হলো শিশু জায়ান। দাফনকালে পরিবারের সদস্য, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কায় সন্ত্রাসের বলি জায়ান চৌধুরীর জানাজায় নেমেছিল জনস্রোত; তারপর শেষ বিকালের আলোয় অশ্রুনয়নে সবাই চিরবিদায় জানাল শিশুটিকে।

বুধবার সন্ধ্যার আগে জায়ানকে দাফনের পরপরই তার ছোট্ট সমাধি ভরে ওঠে ফুলে ফুলে; জীবন দেখার আগেই জীবন থেকে হারিয়ে যাওয়া জায়ানকে স্মরণের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কণ্ঠও তোলেন অনেকে।

তার আগে বিকালে বনানী মাঠে জানাজার সময় জায়ানের নানা রাজনীতিক শেখ ফজলুল করিম শোকার্ত কণ্ঠে স্মরণ করেন নাতিকে।

“জায়ান সব সময় আমাদের পরিবারের সকল সদস্যদের মাতিয়ে রাখত, বলার পরই তিনি প্রথা অনুযায়ী বলেন, জায়ানের দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে তাকে মাফ করে দেবেন। ছোট ছেলে, কাউকে কষ্ট দেওয়ার মতো বুঝ তার হয়নি।

ঢাকার উত্তরার সান-বীম স্কুলে দ্বিতীয় গ্রেডে পড়ত জায়ান, ছিল ক্রিকেট পাগল আর ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত।

মা-বাবার সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল জায়ান, সঙ্গে ছোট ভাইটিও ছিল। গত রোববার ইস্টার সানডের দিন দেশটিতে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলা তিন শতাধিক মানুষের সঙ্গে কেড়ে নিয়েছে বাংলাদেশি শিশুটিরও প্রাণ।

হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন জায়ান ও তার বাবা মশিউল হক প্রিন্স। হামলায় গুরুতর আহত হয়ে এখনও কলম্বোর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া তার ছোট ছেলেটিকে নিয়ে হোটেল কক্ষে থাকায় বেঁচে যান এই হামলা থেকে।

জানাজার আগে আহত জামাতার জন্যও দোয়া চান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী শেখ সেলিম। আপনারা সবাই দোয়া করবেন জামাই যেন সুস্থ হয়ে উঠে। আপনাদের সকলের সহমর্মিতায় আমরা শক্তি অর্জন করেছি। আপনারা দোয়া করবেন, আমার মেয়ে যেন এই ব্যথা সহ্য করতে পারে।

Print Friendly

Related Posts