মিতিন মাসিতে অর্পিতা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইংরেজি রহস্য সাহিত্যে আগাথা ক্রিস্টির মিস. মার্পল যেমন বাংলায় তেমনি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি; মিতিন মাসি বাংলা সাহিত্যে এক অনন্য নারী গোয়েন্দা। এর আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের চলচ্চিত্রায়ন নিয়ে যেমন টানাহেঁচড়া হয়েছিল তেমনি হয়েছে ‘মিতিন মাসি’ নিয়েও।

অবশেষে তা থিতিয়ে পড়েছে। দশটি গল্পের সত্ত্বা কিনেছেন হিমাংশু ধানুকা আর ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা, তাদের হয়ে অরিন্দম শীল নির্মাণ করবেন ‘মিতিন মাসি’ চলচ্চিত্র; মুখ্য ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে।

অন্য দিকে পরমব্রত চট্টোপাধ্যায় মিতিন মাসির উপর নির্মাণ করছেন ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে থাকতে পারেন অর্পিতা চট্টোপাধ্যায়। অরিন্দম শীল ঘোষণা করার আগে থেকেই মিতিন মাসি নিয়ে কাজ করছেন পরমব্রত।

এদিকে অর্পিতা এখনও চুক্তিতে সই করেননি বলেই জানা গেছে। তবে প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ তিনিই। আর ‘হাতে মাত্র তিন দিন’ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন অরিন্দম শীল। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ ।

আপাতত বক্স অফিস মাত করছে কোয়েল মল্লিকের ‘শেষ থেকে শুরু’। হাত খালি নেই অরিন্দম শীলেরও, জয়া আহসানকে নিয়ে নির্মাণ করছেন ‘ত্রৈলোক্য’, মহিলা সিরিয়াল কিলার সিরিজ। কিন্তু ব্যোমকেশের লড়াই হোক বা বিনয়-বাদল-দীনেশ, টলিউডে একই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের ধারা অব্যাহত রইল। সেই তালিকায় যোগ হল ‘মিতিন মাসি’।

 

Print Friendly

Related Posts