উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শোকের মাস আগস্ট উপলক্ষে দেশের ৪৯২টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

আলোচনা অনুষ্ঠানের পর দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদারের রক্ত দানের মধ্য দিয়ে রক্তদান কর্মসূচীর সূচনা হয়। এ ছাড়াও রক্তদান করেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। রক্তদান কর্মসূচীর ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান (বীরু)।

Print Friendly

Related Posts