তাপসী পান্নুর প্রতিবাদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বেতন বৈষম্য নিয়ে প্রতিবাদ করলেন তাপসী পান্নু। সম কাজের জন্য সমান বেতনের দাবি জানিয়ে রীতিমতো প্রযোজকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

‘টাইমস অফ ইন্ডিয়া’ কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন– অনেক বেশি প্ররিশ্রম করেও পুরুষ অভিনেতাদের তুলনায় অনেক কম বেতন পান, যেটা তিনি প্রযোজকদের কাছ থেকে আশা করেন না।

বর্তমানে তাপসী পান্নু কে দেখা যাবে অক্ষয়কুমারের সঙ্গে ‘মিশন মঙ্গল’ ছবিতে। বিভিন্ন ছবিতে তাঁর রোল বা অভিনয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনও চরিত্রে তাকে অভিনয় করতে দেওয়া হলে তাতে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু যে সমস্ত ছবিগুলি নারী কেন্দ্রিক এবং তার অভিনয় অনবদ্য হওয়া সত্ত্বেও তাকে তার শ্রম অনুযায়ী পর্যাপ্ত বেতন দেওয়া হয় না।

এর আগেও ২০১৫ তে ‘বেবি’ ও ২০১৭ তে তার মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘নাম সাবানা’ এই সব ছবিতে পর্দায় নায়কদের তুলনায় তার বা অন্য নায়িকাদের কে মুখ্য চরিত্র হিসাবে রাখা হলেও সেই একইভাবে বেতন কম পেয়ে এসেছেন তিনি। কোনও ছবিতে কাজ করার পর যেখানে তাকে পারিশ্রমিক দেয়া হয় ৫ লক্ষ, সেখানে একই ছবির সহ অভিনেতা পান ১ কোটি টাকা! তাঁর দাবি, একটা নারী কেন্দ্রিক ছবির পুরো বাজেট দেওয়া হয় একজন অভিনেতাকে। আবার নারী কেন্দ্রিক ছবিতেও তাকে অনুরোধ করা হয়, যাতে তিনি একটু কম টাকা নেন।

Print Friendly

Related Posts