‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ যুগে প্রবেশ করল বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বৃহস্পতিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন মুমিনুল হক। দেশের ১১তম টেস্ট ক্যাপ্টেন হিসেবে টসে অভিষেক এ বাঁহাতি ব্যাটসম্যানের।

‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ যুগে প্রবেশ করল বাংলাদেশ। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হল টিম টাইগার্সের। হলকার স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সকাল ১০টায়।

ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। খেলছেন দুই পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। ভারত খেলছে তিন পেসার নিয়ে।

অন্যদিকে টেস্টে ভারত এক নম্বর দল। চ্যাম্পিয়নশিপ শুরুর পর এপর্যন্ত খেলা পাঁচ ম্যাচেই জিতেছে বিরাট কোহলির দল। ভারতে এসে সবশেষ সিরিজে দাঁড়াতেই পারেনি সাউথ আফ্রিকা।

চলতি বছরের ১ আগস্ট, অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হয়েছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। নয়টি দেশের মধ্যে দুই বছর ধরে অনুষ্ঠিত হবে সাদা পোশাকের লিগ পদ্ধতির লড়াই। হোম-অ্যাওয়ে ভিত্তিতে সবাই পাবে সমসংখ্যক ম্যাচ। প্রতি ম্যাচেই থাকবে নির্ধারিত পয়েন্ট। ২০২১ সালের জুলাইয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

চ্যাম্পিয়নশিপে থাকা নয়টির মধ্যে সাতটি দেশেরই অভিজ্ঞতা হয়েছে সাদা পোশাকের ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় করতে আইসিসির নতুন কাঠামোয় খেলার। অপেক্ষায় কেবল বাংলাদেশ ও পাকিস্তান। অথচ দুই দলের প্রস্তুতিতে ফারাক যোজন যোজন!

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি সিরিজ শেষে টেস্ট খেলতে নামার আগে পাকিস্তান পাচ্ছে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ। যার মধ্যে একটি আবার গোলাপি বলে। আর বাংলাদেশ সেখানে ভারতের মাটিতে টেস্ট খেলবে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই। বাংলাদেশ-ভারতের মতো অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টও হবে দিবা-রাত্রির।

প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ পায়নি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

Print Friendly

Related Posts