স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা বাড়ল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

দর বৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫৮ হাজার ২৮ টাকা। ২১ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরি প্রতি ৫৫ হাজার ৬৯৬ ও ১৮ ক্যারেটের ভরি প্রতি দাম ৫০ হাজার ৬৪০ টাকা।

রোববার থেকে বাজারে নতুন দাম কার্যকর হবে বলে শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে জানানো হয়, টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দর বৃদ্ধির কারণে নুতন করে দর সমন্বয় করতে হয়েছে।

বাজুস জানিয়েছে, সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে আগের দামেই ভরি প্রতি ২৯ হাজার ১৬০ টাকায়। রুপার দামও অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ার আগে পর্যন্ত শনিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৪৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হয়।

এর আগে জুলাই ও আগস্ট মাসে দফায় দফায় স্বর্ণের দাম বেড়ে ৫০ হাজার ১৫৫ টাকা থেকে ৫৮ হাজার ২৮ টাকা হয়। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমে ভরিপ্রতি হয় ৫৬ হাজার ৮৬২ টাকা।

Print Friendly

Related Posts