প্যারিসে একুশে বইমেলা ১ মার্চ

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে : ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে ওঠো বিশ্ব তারুণ্য’ স্লোগানে ৭ম বারের মতো হতে যাচ্ছে একুশে বইমেলা।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ১ মার্চ ২০২০ রোববার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা এই মেলার আয়োজন করেছে।

দুপুর ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত চলবে।

আলোচনা সভায, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসংগীত, ভাষার গান, কবিতা আবৃত্তি ও পুথি পাঠ ছাড়াও থাকবে যুব ইউনিয়ন ফ্রান্স শাখার শিল্পীদের পরিবেশনা।

যুব ইউনিয়ন ফ্রান্স শাখার  নেতৃবৃন্দ জানিয়েছেন, এবারের বইমেলা বিগত বছরের তুলনায় আরও সুন্দর ও সুষ্ঠুভাবে করা হবে।

গত বছর মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী সমাগম হয়েছিল। এ বিবেচনায় এবার পরিসর বাড়ানো করা হয়েছে।

আয়োজকেরা প্যারিসের বাঙালি জনসমাগম এলাকা GARE DE L’EST Metro-এর পাশে (ঠিকানা 18 bis Passage Dubail 75010 paris) মেলা প্রাঙ্গণ হওয়ায় বিপুলসংখ্যক দর্শনার্থী সমাগমের আশা পোষণ করছেন।

তারা জানান, ইতিমধ্যে বেশ কিছু স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় একুশ উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

Print Friendly

Related Posts