খরচ বাড়ল লঞ্চ ভ্রমণে, হেলিকপ্টার-চার্টাড বিমানে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের ভ্যাট বাড়ানোর হয়েছে। এটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এখন থেকে এসি কেবিনের জন্য বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এই বর্ধিত ভ্যাট আরোপের কথা জানানো হয়।

আগে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মূল ভাড়ার ৫% ভ্যাট দিতে হলেও এখন থেকে দিতে হবে ১০%।

হেলিকপ্টার-চার্টাড বিমানে খরচ বাড়ল: 

বর্তমানে হেলিকপ্টার সেবা বেশ জনপ্রিয়। উচ্চবিত্ত লোকজনই এ সেবা নিয়ে থাকেন। ধীরে ধীরে এ সেবার প্রসারও ঘটছে। তাই হেলিকপ্টার ও চার্টাড বিমান ভাড়ার ওপর সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ বাজেট ঘোষণা করা হয়। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।

Print Friendly

Related Posts