২২২তম দিনে মৃত্যুর সংখ্যা কমে ১৫

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২২২তম দিনে মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ জনে। বুধবার এ সংখ্যা ছিল ২২।

নতুন করে দেশে ১ হাজার ৬০০ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮০ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত হাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১০৪টি। এ নিয়ে দেশে মোট ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৬০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ০৮ শতাংশ।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬০৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৬ শতাংশ।

Print Friendly

Related Posts