মেসির হ্যাটট্রিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ড্র’ই যথেষ্ট ছিল৷ তবে বার্সেলোনা লিগ খেতাব নিশ্চিত করে নিজস্ব ভঙ্গিতেই৷ লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিকে ভর করে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে উড়িয়ে দেয় বার্সা৷ কাতালান ক্লাবের ২৫ নম্বর লা লিগা জয়ের সঙ্গে সঙ্গে সুনিশ্চিত হয়ে যায় আগামী মরশুমে দেপোর্তিভোর অবনমনও৷

গত দশ বছরে এই নিয়ে সাতবার লা লিগা খেতাব উঠল বার্সেলোনার ঘরে৷ নিজেদের চার ম্যাচ বাকি থাকতেই বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা৷ লিগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা৷ ৩৪ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ২৬টিতে৷ ড্র হয়েছে ৮টি ম্যাচ৷ ৩৪ রাউন্ড শেষে বার্সেলোনার সংগৃহীত পয়েন্ট ৮৬৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট তুলেছে৷ যার অর্থ তারা বাকি তিনটি ম্যাচ জিতলে এবং মেসিরা শেষ চারটি ম্যাচ হারলেও বার্সেলোনাকে ধরা সম্ভব নয় অ্যাটলেটিকোর পক্ষে৷ তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে রয়েছে ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট৷

দেপোর্তিভোর বিরুদ্ধে ম্যাচের শুরুটা দুরন্ত হয় বার্সার৷ ৭ মিনিটের মাথায় দেম্বেলের পাস থেকে গোল করে মেসিদের এগিয়ে দেন ফিলিপ কুটিনহো৷ ৩৮ মিনিটে সুয়ারেজের পাস থেকে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন মেসি নিজে৷ ৪০ মিনিটে লুকাস পেরেজের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে দেপোর্তিভো৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দেপোর্তিভোকে ২-২ গোলের সমতায় ফেরান কোলাক৷ ৬৪ মিনিটে বোর্জেসের ক্রস থেকে গোল করেন তিনি৷ ম্যাচের বাকি সময়টা মেসি ম্যাজিকে আচ্ছন্ন থাকে দেপোর্তিভো৷ ৮২ মিনিটে আবার সুয়ারেজের পাস থেকেই গোল করেন মেসি৷ ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করে ফেলেন আর্জেন্তাইন তারকা৷ এবারও তাঁকে গোলের পাস বাড়ান উরুগুয়েন সতীর্থ৷

লিগ জয়ের উচ্ছ্বাসে বার্সেলোনা ফুটবলার ও সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ চোখে পড়লেও বিষাদের সুরও ছিল স্পষ্ট৷ ইনিয়েস্তা আগেই জানিয়ে দিয়েছেন যে বার্সায় এটাই তাঁর শেষ মরশুম৷ তাই লিগ জয়ের পর ইনিয়েস্তাকে নিয়ে বার্সা সতীর্থদের আবেগঘন মুহূর্তের কোলাজ চোখে পড়ে৷ সমর্থকরাও বহু যুদ্ধের নায়ককে যথাযোগ্য সম্মান জানান৷ অন্যদিকে দেপোর্তিভো সমর্থকদের চোখে জল ছিল অবনমনের জন্য৷

Print Friendly

Related Posts