সাকিব টেন্ডুলকারের পাশে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বকাপে টানা চার ইনিংসে ৫০ রানের বেশি করে টেন্ডুলকার ও গ্রায়েমস্মিথদের সঙ্গে নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বকাপের ইতিহাসে সাকিব চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই অর্জন করেন।

বিশ্বকাপে টানা চার ইনিংসে ৫০ রানের বেশি করেছেন শচীন টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ ও সিধু। সাকিব চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই অর্জনে নাম লেখান।

এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিং করতে নেমেই রেকর্ড গড়েন  এই বাঁহাতি অলরাউন্ডার। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে সাকিব ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিব এই রেকর্ড গড়েন। এর আগে তামিম ইকবাল ছয় হাজার রান স্পর্শ করেন। সাড়ে পাঁচ হাজার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মুশফিক।

ছয় হাজার রান করতে সাকিবের লেগেছিল ২০২ ম্যাচের ১৯০ ইনিংস। আটটি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরিতে ওয়ানডেতে সাকিবের গড় ৩৬ দশমিক ৮১।

চলতি বিশ্বকাপেও ভীষণ ধারাবাহিক সাকিব। চার ম্যাচে ব্যাটিং করতে নেমে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেন। ক্যারিবীয়দের বিপক্ষে এখনো অপরাজিত আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts