টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে পুরো দল গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠবে। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষ কোভিড টেস্টে নেগেটিভ হয়ে অনুশীলনের সুযোগ পাবে কিউইরা।

অস্ট্রেলিয়ার মতো সরাসরি বিমান বন্দর থেকে বাসে ওঠার সুযোগ থাকছে না কিউইদের। কেননা অজিরা চার্টার্ড ফ্লাইটে আসলেও নিউজিল্যান্ড এসেছে বিজনেস ফ্লাইটে। যার কারণে তাদেরকে স্বাভাবিক নিয়মে বের হতে হচ্ছে। টম ল্যাথামের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনচি, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

Print Friendly, PDF & Email

Related Posts