শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

আবুল খায়ের জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সপ্তাহের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনা সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। স্বল্প পরিসরে ক্লাস চলছিল। কিন্তু সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। চলমান ছুটি ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

Print Friendly, PDF & Email

Related Posts