সাকিবের পর এবার লিটনকে নিয়ে দুঃসংবাদ লিখলো আনন্দবাজার পত্রিকা

আনন্দবাজার পত্রিকায় সাকিবের পর এবার বাংলাদেশে ক্রিকেটার লিটনকে নিয়ে লিখেছে- লিটনের কলকাতায় আসার আগেই তাঁকে নিয়ে নতুন দুঃসংবাদ কেকেআর শিবিরে।রবিবার লিটনের কলকাতা আসার কথা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে খেলছে নাইট রাইডার্স। এর মাঝেই দুঃসংবাদ এল নাইট শিবিরে।

আনন্দবাজার পত্রিকার রিপোর্টে বলা হয়, বাংলাদেশে খেলতে এসেছিল আয়ারল্যান্ড। এ বার আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। মে মাসে এক দিনের সিরিজ় খেলতে আয়ারল্যান্ড যাবেন সাকিব আল হাসানরা। রবিবার (৯ এপ্রিল) সেই দল ঘোষণা করল বাংলাদেশ। কিন্তু তা দুঃসংবাদ হয়ে উঠল কলকাতা নাইট রাইডার্সের জন্য। কারণ দলে রয়েছেন লিটন দাস।

রবিবার লিটনের কলকাতা আসার কথা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে খেলছে নাইট রাইডার্স। এমন সময়ই বাংলাদেশের এক দিনের দল ঘোষণা। মে মাসে আয়ারল্যান্ডে সিরিজ় খেলতে যাবেন লিটন। অর্থাৎ আইপিএলে যোগ দেওয়ার আগেই লিটনের যাওয়ার ঘোষণা হয়ে গেল। অল্প কয়েক দিনের জন্যই বাংলাদেশের উইকেটরক্ষককে পাবে কলকাতা।

সাকিব আল হাসানকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে কলকাতা। তাঁর বদলে জেসন রয়কে নিয়েছে তারা। কিন্তু লিটন আইপিএল খেলতে চেয়েছিলেন। তাই তিনি কলকাতায় আসছেন। খুব বেশি না পারলেও আইপিএলের অল্প স্বাদ নিতে চান লিটন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচগুলি বিশ্বকাপ সুপার লিগের অংশ। অর্থাৎ এই ম্যাচের উপরে নির্ভর করবে বিশ্বকাপে কোন দল সুযোগ পাবে। যদিও বাংলাদেশ যে অবস্থায় রয়েছে তাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে অসুবিধা হওয়ার কথা নয়। বাংলাদেশের দলে নেই তাসকিন আহমেদ। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে ২১ বছরের বাঁহাতি পেসার মহম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীকে। প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন তিনি।

বাংলাদেশের এক দিনের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তোহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Print Friendly, PDF & Email

Related Posts