হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ১ জন ও ৪ জন পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুরআহম্মদ গ্রামের হাজী জহুর আলীর ছেলে রহমত আলী (২৮), সুরাবই গ্রামের মৃত আঃ সত্তারের ছেলে মোঃ মঈন উদ্দিন (৩৭), মোঃ মফিজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২), কাজীরগাঁও গ্রামের মৃত রইছ আলীর ছেলে মোঃ সমুজ আলী (৪৫), মৃত রইছ আলীর ছেলে আমির আলী (৪০)।
শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এএসআই আল মামুন, এএসআই আবু সৈয়দসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামীদেরকে গ্রেপ্তার হয়।
এমএমসি/এইচ