নবীনগরে কৃষক সমাবেশে কেন্দ্রীয়  নেতা কেএম মামুনুর রশীদ 

রুবেল ভূইয়া, সাড়পার, নবীনগর: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ও কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে ইউনিয়নের কুড়িঘর বাজারে হাজার হাজার কৃষক ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নাটঘর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালামে’র সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোঃ সাইফুল হক,জেলা কৃষকদলের আহবায়ক আবু শামিম মোঃ আরিফ (ভিপি),সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক এইচ এম বাশার, যুগ্ন আহবায়ক ইবনুল হাসান সবুজ,যুগ্ন আহবায়ক নাসির সুলতানা আঁখি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপি নেতা মহি উদ্দিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরু,যুগ্ন আহবায়ক আব্দুর রহিম,পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন,অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক আবু হানিফ, কৃষক দলের সাধারণ সম্পাদক জহির চিশতীসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নবীনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এবং কেন্দ্রীয় কৃষক নেতা কেএম মামুনুর রশীদকে সুন্দর উদ্যোগ সফল করতে অর্থ শ্রম দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।

এসময় বিভিন্ন কৃষক বিগত সরকারের আমলে কৃষি পণ্য বিপণন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

Print Friendly, PDF & Email

Related Posts